ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ট্রাকচাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
ভোলায় ট্রাকচাপায় পথচারী নিহত

ভোলা: ভোলার বাংলাবাজারে ট্রাকের চাপায় আইয়ুব (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার (২০ অক্টোবর) দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের কাজীর রাস্তা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুবের বাড়ি দৌলতখান উপজেলার জয়নগর গ্রামে।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে ভোলা চরফ্যাশন মহাসড়কে পল্লীবিদ্যুত’র খাম্বার গাড়ি আসছিলো। এ সময় ওই ট্রাকের নিচে চাপা পড়েন আইয়ুব আলী (৬০)। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।