ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে মহিলা দলের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
বরিশালে মহিলা দলের মানববন্ধন মানববন্ধন

বরিশাল: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দকে সাজা দেওয়ার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মহিলা দল। 

শনিবার (২০ অ‌ক্টোবর) বেলা ১১টায় নগরের অ‌শ্বিনী কুমার হ‌ল চত্ত্বরে পু‌লিশী বেষ্টনীর ম‌ধ্যে এ মানববন্ধন ক‌রে বরিশাল মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা মহিলা দল।

উত্তর জেলা মহিলা দলের সভাপাতি তাসলিমা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র মহিলা দল নেতা তাসলিমা কালাম পলি, দক্ষিণ জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ফাতেমা রহমান, ফাতেমা তুজ জোহরা মিতু ও পাপিয়া পারভীন সহ অন্যান্যরা।

 

বক্তারা বলেন, বিএনপি’কে নিশ্চিহ্ন করতে সরকার আদালতকে ব্যবহার করে বিএনপি নেতাদের একের পর এক মামলায় দন্ডিত করছে। তাদের উদ্দেশ্য বিএনপি’কে নির্বাচন থেকে বাইরে রাখা।  

মানববন্ধন শেষে মহিলা দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।  

বাংলা‌দেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অ‌ক্টোবর ২০, ২০১৮
এমএস/এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।