ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বর্তমান সংসদের বিদায়ী অধিবেশন রোববার বিকেলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
বর্তমান সংসদের বিদায়ী অধিবেশন রোববার বিকেলে জাতীয় সংসদ ভবন/ফাইল ফটো

ঢাকা: বর্তমান সরকারের মেয়াদের শেষ অধিবেশন বসছে রোববার রোববার (২১ অক্টোবর) বিকেলে। আগামী একাদশ সংসদ নির্বাচনে নতুন সরকার গঠন করে বসবে প্রথম অধিবেশন। তবে বিশেষ প্রয়োজনে রাষ্ট্রপতি যে কোনো সময় অধিবেশন আহ্বান করতে পারেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টা ৩০ মিনিটে অধিবেশন শুরু হবে। এরআগে বিকেল ৩টার দিকে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে শুরু হতে যাওয়া অধিবেশনের সময়সূচি নির্ধারণ হবে।


 
তবে ২৩তম অধিবেশন দীর্ঘ হবে না এটা আগেই জানা যায়। সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, এই অধিবেশন পাঁচ কার্যদিবস চলতে পারে। শেষ হতে পারে ২৫ অক্টোবরের মধ্যেই।
 
বহু আলোচনা-সমালোচনার মধ্যদিয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিএনপিসহ বড় একটি রাজনৈতিক জোট নির্বাচন বর্জন করে। ফলে বিএনপির অনুপস্থিতিতে বিরোধীদলের আসনে বসে জাতীয় পার্টি। দশম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল একই বছরের ২৮ জানুয়ারি।
 
অধিবেশনের দিক দিয়ে এবার দশম সংসদ অনন্য উচ্চতায়। এরআগে নবম সংসদে ১৯টি অধিবেশন বসেছিল। বর্তমান দশম সংসদে বসছে ২৩তম অধিবেশন। ফলে সরকারে সহযোগী বিরোধীদল  নিয়ে নির্বিঘ্নে পাঁচটি বছর পার করতে যাচ্ছে বর্তমান সরকার।
 
রোববার শুরু হতে যাওয়া অধিবেশনে ১৩টি বিল কার্যতালিকায় রয়েছে। এরমধ্যে ৫টি নতুন বিল উত্থাপিত হবে এবং ৮টি বিল পাসের জন্য প্রস্তুত রয়েছে। এরআগে গত ২০ সেপ্টেম্বর ২২তম অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী ৬০ কার্য দিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।
 
সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে আগামী ২৮ অক্টোবর থেকে নির্বাচনের সময় গণনা শুরু হবে। এরইমধ্যে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে একাদশ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। সে হিসেবে ধরা হচ্ছে এটিই শেষ অধিবেশন।
 
প্রথম থেকে দশম সংসদ পর্যন্ত অধিবেশনগুলোর মেয়াদ হচ্ছে- স্বাধীন বাংলাদেশে প্রথম সংসদ (১৯৭৩ সালের ৭ এপ্রিল থেকে ১৯৭৫ সালের ৬ নভেম্বর) ১৩৪ কার্যদিবস, দ্বিতীয় সংসদ (১৯৭৯ সালের ২ এপ্রিল থেকে ১৯৮২ সালের ২৪ মার্চ) ২০৬ কার্যদিবস, তৃতীয় সংসদ (১৯৮৬ সালের ১০ জুলাই থেকে ১৯৮৭ সালের ৬ ডিসেম্বর) ৭৫ কার্যদিবস, চতুর্থ সংসদ (১৯৮৮ সালের ১৫ এপ্রিল থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর) ১৬৮ কার্যদিবস, সপ্তম সংসদ (১৯৯৬ সালের ১৪ জুলাই থেকে ২০০১ সালের ১৩ জুলাই) ৩৮২ কার্যদিবস এবং অষ্টম সংসদ ৩৭৩ কার্যদিবস বৈঠকে বসে। আর নবম সংসদ শুরু হয় ২০০৯ সালের ২৫ জানুয়ারি শেষ হয় ২০১৩ সালে ২০ নভেম্বর। নবম সংসদে মোট কার্যদিবস ছিল ৪১৮ দিন।
 
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।