ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দেশের উন্নয়নে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
দেশের উন্নয়নে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বক্তব্য রাখছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। ছবি: বাংলানিউজ

ঈশ্বরদী, পাবনা: পাবনা-৪ আসনের সংসদ সদস্য, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেন, মানসম্মত শিক্ষা গ্রহণের মাধ্যমে নারীদের যোগ্য করে গড়ে তুলতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তাদের সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠে সমাজ ও দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শনিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর বালিকা বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী শতবর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে উন্নয়নশীল বিশ্বের কাতারে উন্নীত হয়েছে।

বাংলাদেশ বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল। জাতির উন্নয়নের ভার শেখ হাসিনার হাতে রয়েছে বলেই আমরা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা, মোহাম্মদ রশীদুল্লাহ’র সভাপতিত্বে সংস্কৃতিক সংগঠক আসমাউল আম্বিয়া আল্পনার সঞ্চালনে বক্তব্য রাখেন পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ড. আব্দুল মোত্তালিব, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম হবিবুল, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মণ্ডল, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।