ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে গুলিবিদ্ধ ৪ মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
আড়াইহাজারে গুলিবিদ্ধ ৪ মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গুলিবিদ্ধ চার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।  

রোববার (২১ অক্টোবর) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতগ্রাম ইউনিয়নের পাচঁরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, ভোরে এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।

প্রতিটি মরদেহ ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে। এখনও নিহতদের পরিচয় জানা যায়নি। প্রত্যেকের বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে।  

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথায় থেকে মেরে এনে তাদের এখানে ফেলে রাখা হয়েছে। মরদেহের কাছ থেকে দুইটি দেশিয় পিস্তল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।  

ওসি এম এ হক জানান, এরা আসলে ডাকাত কিনা তা নিয়েও তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।