ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে উন্নয়ন কনসার্ট সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
দিনাজপুরে উন্নয়ন কনসার্ট সম্পন্ন উন্নয়ন কনসার্ট সম্পন্ন। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরে সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন কনসার্ট সম্পন্ন হয়েছে। এ আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন দেশ সেরা শিল্পী মমতাজ, আখি আলমগীরসহ জাতীয় ও স্থানীয় শিল্পীরা।

মঙ্গলবার (২৩ অক্টোবর) রাত ১১টা পর্যন্ত দিনাজপুর গোর-এ শহীদ বড়ময়দানে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টটি শুরু হয় বিকেল ৪টায়।

কনসার্ট চলাকালীন বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন।

সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কনসার্ট প্রায় ২০ হাজারের অধিক দর্শক উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা; অক্টোবর ২৪, ২০১৮
এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।