ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল শাশুড়ির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
পুত্রবধূকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল শাশুড়ির

নীলফামারী: দিনাজপুরের পার্বতীপুরে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাশুড়ি রেজিয়া বেগমের (৫৫) মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে শহরের পুরাতন বাজার তেলিপট্টি মুজিবাবাদে এ ঘটনা ঘটে।

রেজিয়া বেগম ওই মহল্লার আবদুর রহিমের স্ত্রী।

এ ঘটনায় আহত শাহানাজ পারভীনকে (২২) ল্যাম্ব হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে শাহানাজ পারভীন বাড়ির আঙ্গিনায় অ্যালুমিনিয়ামের তারে কাপড় শুকাতে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে শাশুড়িও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে ল্যাম্ব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত 
শাশুড়ি রেজিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এমআর সাঈদ বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।