ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
সাভারে ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার প্রতীকী ছবি

সাভার: সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ নাদিম দেওয়ান (৩২) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। নাদিম ঢাকার ধামরাই উপজেলার সদর ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে।

 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই এলাকা থেকে নাদিমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আশুলিয়া-সাভারসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

নাদিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এপি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।