ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ইউএনও’র উদ্যোগে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সাথী

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
ইউএনও’র উদ্যোগে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সাথী প্রতীকী ছবি

মধুপুর(টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তার উদ্যোগে সাথী (১৪) নামের এক শিক্ষার্থী বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে।

বৃহস্পতিবার(২৫ অক্টোবর) বিকেলে ধনবাড়ী উপজেলার ইউএনও আরিফা সিদ্দিকা উদ্যোগ নিয়ে সাথীকে বিয়ের আসর থেকে তুলে এনে ওই কাজটি করেন।

ধনবাড়ী উপজেলার মঠবাড়ী গ্রামের ডিলার পাড়ার জনৈক আফজাল হোসেনের মেয়ে সাথী ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

ইউএনও অফিস ও সাথীর পরিবার সূত্র জানায়, পাশবর্তী গোপালপুর উপজেলার ভাদুরির চর গ্রামের ইদরিস আলীর ছেলে জাহিদের (২২) বিয়ের কথা ছিল। এ নিয়ে সব আয়োজন সম্পন্ন হয়েছিল। এতে সাথীর মত ছিল না। এ খবর জেনে ধনবাড়ী উপজেলার ইউএনও আরিফা সিদ্দিকা উদ্যোগ নিয়ে বিয়ে বাড়ি থেকে সাথী ও তার বাবা মাকে তার অফিসে নিয়ে আসেন।  

এ সময় বর জাহিদ ও তার সঙ্গীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এদিকে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সিদ্দিকা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনে পক্ষকে এক হাজার টাকা জরিমানা ও বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেয়া শর্তের মুচলোকায় ছেড়ে দিয়েছেন।

ইউএনও আরিফা সিদ্দিকা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ২৫ অক্টোবর, ২০১৮
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।