ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নবীগঞ্জে ৬শ’ পিস ইয়াবাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
নবীগঞ্জে ৬শ’ পিস ইয়াবাসহ আটক ১ প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আইনগাঁও সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ রমজান আলী (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়। সে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আজিজুল মিয়ার ছেলে।

হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিধপ্তরের পরিদর্শক খায়রুল আলম বাংলানিউজকে জানান, রমজান আলী দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে মাদক সরাবরাহ করে আসছিল। অনেক চেষ্টার পর গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।