ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
সিলেটে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) নগরের লালাদিঘীর পাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে ৬টি রামদা উদ্ধার করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, লালাদিঘীরপাড় ২৫নং বাসার বাসিন্দা ফখরুল মিয়ার ছেলে ময়নুল ইসলাম রানা (২৪), নগরের ঘাসিটুলা মোস্তাক মিয়ার কলোনীর বাসিন্দা ও সদর উপজেলার নলিয়া গ্রামের মৃত সরকম আলীর ছেলে মো. মনির আলী, পশ্চিম লালাদিঘীর পাড় চুনু মিয়ার কলোনীর বাসিন্দা ও উপজেলার বড়শালা এলাকার আব্দুল মিয়ার ছেলে মো. সোলেমান আহমদ (১৮), লালাদিঘীর পাড়ের বাসিন্দা কুমিল্লা জেলার দেবিদ্বার কুলাগাঁওয়ের জাহাঙ্গীর আলমের ছেলে মো. ইমরান আহমদ (১৮) এবং লালাদিঘীর পাড়ের টিয়া মিয়ার কলোনীর ভাড়াটিয়া বাসিন্দা নেত্রকোনার মদন উপজেলার কদমছড়ি গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে মো. সুলতান আহমদ (১৮)।

সিলেট কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইয়াসিন আহমেদ বাংলানিউজকে বলেন, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় তাদের আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘন্টা, অক্টোবর ২৫, ২০১৮
এনইউ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।