ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পর্নোগ্রাফি-নারী ও শিশু নির্যাতনের দায়ে দুই যুবক আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
পর্নোগ্রাফি-নারী ও শিশু নির্যাতনের দায়ে দুই যুবক আটক প্রতীকী ছবি

মধুপুর( টাঙ্গাইল): বাড়িতে একা পেয়ে সপ্তম শ্রেণির এক কিশোরীর শ্লীলতাহানী করা ও সে মুহূর্তের দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকির অভিযোগে দুই তরুণকে আটক করেছে টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এ সংক্রান্ত ঘটনায় ওই কিশোরীর মায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত সাত জনের দুইজনকে আটক করেছে।

আটককৃতরা হলেন-মধুপুর পৌর শহরের মাস্টার পাড়ার আব্দুল হালিমের ছেলে মমিনুল ইসলাম (১৮), মালাউড়ী গ্রামের আক্তার হোসেনের ছেলে শহিদুল ইসলাম সজিব(১৯)।

কিশোরীর মা থানায় লিখিত অভিযোগে জানান, আটক দুইজন ছাড়াও মালাউড়ীর আনোয়ারের ছেলে বাবু(৩০),হযরত আলীর ছেলে মোস্তফা(২৫), গফুরের ছেলে সুজন মিয়া(৩৫), মতিউরের ছেলে সাকিল(২৪) ও হারুরের ছেলে সুজন(৩০) রাস্তাঘাটে তার কিশোরী মেয়েকে উত্ত্যক্ত করতো।  

গত ২০ অক্টোবর বাড়িতে একা পেয়ে তারা জোর করে তার মেয়ের শরীরে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করে। এ সময় ওই দৃশ্য মোবাইলে ধারণ করে তারা। পরে পরিবারটির কাছে অর্থ দাবি করে তারা। অন্যথায় ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয় তরুণ দল।

মধুপুর থানার এসআই ফখরুল ইসলাম এ বিষয়ে মামলার কথা স্বীকার করেছেন। তিনি জানান, বাকিদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।