ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে অটোরিকশা উল্টে পানবিক্রেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
কটিয়াদীতে অটোরিকশা উল্টে পানবিক্রেতার মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে মো. ইউনুস মিয়া (৪০) নামে এক পান বিক্রেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার বেতাল বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ইউনুস কুলিয়ারচর উপজেলার নোয়াগাও গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে ইউনুস পান কিনতে কুলিয়ারচরের নোয়াগাও থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পাকুন্দিয়ার বটতলা বাজারে যাচ্ছিলেন। এ সময় কটিয়াদী উপজেলার বেতাল বাজার মোড়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।