ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে আগুনে ১১ ঘর পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
ঝালকাঠিতে আগুনে ১১ ঘর পুড়ে ছাই ঝালকাঠিতে আগুনে ১১ ঘর পুড়ে ছাই। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠিতে আগুনে ১১টি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দিনগত রাতে পৌর শহরের পুরাতন কলাবাগান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঝালকাঠি পৌর শহরের কলাবাগান এলাকার মিল্টন হোসেনের একটি ভাড়া বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপ-সহকরী পরিচালক মো. সেলিম বাংলানিউজকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে ১১টি বসতঘর পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।  

আগুন লাগার কবর পেয়ে ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাহার মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও পৌর কাউন্সিলর নাসিমা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসক মো. হামিদুল হক বাংলানিউজকে জানান, জেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে মুড়ি, চিড়া, ডাল, তেল, গুড়, বিস্কুটসহ শুকনা খাবার দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে তিন হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা করা হয়েছে।

ক্ষতিগ্রস্তদের থাকার জন্য আপাতত পুরাতন কলাবাগান এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলা‌দেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।