ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে শুরু কঠিন চীবর দানোৎসব 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
কক্সবাজারে শুরু কঠিন চীবর দানোৎসব  কঠিন চীবর দানোৎসব

কক্সবাজার: কল্পতরুতে ঝুলছে বিভিন্ন মূল্যমানের নোট, খাতা, কলম, পেন্সিলসহ নানান সামগ্রী। আর মাথায় চীবরের থালা নিয়ে লাইন ধরে বিহারের দিকে যাচ্ছেন অসংখ্য নারী-পুরুষ। সবার শেষে একঝাঁক শিশু কিশোর ঢোল কাঁসরসহ নানা বাদ্যের তালে তালে নাচছে, আর গাইছে বৌদ্ধ কীর্তন- ‘বুদ্ধ ধর্ম সংঘের নাম সবাই বলরে, বুদ্ধের মতন এমন দয়াল আর নাইরে’। 

শুক্রবার (২৬ অক্টোবর) বিকেলে কক্সবাজার শহরের বাহারছড়া বৌদ্ধ বিহারের দানোত্তম কঠিন চীবর দানোৎসবকে ঘিরে দেখা গেল এমন দৃশ্য। এদিন থেকে কক্সবাজারে শুরু হয়েছে মাসব্যাপী দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব।

পর্যায়ক্রমে জেলার অর্ধশতাধিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব চলবে। এ উৎসবকে  ঘিরে জেলার বৌদ্ধ পল্লীগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ ।

বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানান, বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা উপলক্ষে কল্পজাহাজ ভাসানো এবং ফানুসের আলোয় আকাশ রঙ্গিন হওয়ার পর এবার পূণ্যের বার্তা নিয়ে শুরু হয়েছে মাসব্যাপী দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব।  

দক্ষিণ চট্রগ্রামের বৌদ্ধদের সবোর্চ্চ ধর্মীয় ও রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের জানান, ভিক্ষুদের পরিধেয় চীবরের (কাপড়)  অভাব মোচন এবং বৌদ্ধ নর-নারীদের মধ্যে দানের চেতনা বাড়ানোর জন্য ভগবান বুদ্ধ কঠিন চীবর দান প্রবর্তন করেন।  

বৌদ্ধধর্মাবলম্বীদের ধারনা, এ দানের প্রভাবে ধন সম্পদ লাভ করা যায়। কল্পতরু প্রসঙ্গে তিনি বলেন, বৌদ্ধধর্মাবলম্বীরা পুনর্জন্মে বিশ্বাসী। স্বর্গে গমন করার পর কল্পতরু দানের প্রভাবে সুদীর্ঘ কাল ধনসম্পদ ভোগ করা যায়।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।