ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে গোলাম সারওয়ারের স্মরণে শোকসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
বরিশালে গোলাম সারওয়ারের স্মরণে শোকসভা অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত এ শোকসভায় গোলাম সারওয়ারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।ছবি বাংলানিউজ

বরিশাল:  বিশিষ্ট সাংবাদিক ও লেখক প্রয়াত গোলাম সারওয়ারের স্মরণে বরিশালে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৭টায় অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত এ শোকসভায় গোলাম সারওয়ারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।  

গোলাম সারওয়ার স্মরণ পরিষদ, বরিশাল আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন।

 

এসময় গোলাম সারওয়ারের কর্মময় বর্ণাঢ্য জীবনের ওপর স্মৃতিচারণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো. হানিফ, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, প্রবীন সাংবাদিক এসএম ইকবাল, সমকালের ফিচার সম্পাদক মাহবুব আজিজসহ অনেকে।  

বক্তারা বলেন, গোলাম সারওয়ার ইহলোকে নেই। কিন্তু তিনি আমাদের মাঝে আছেন সৎ, নিষ্ঠাবান ও প্রগতিশীলতার আলোকবর্তিকা হয়ে। দূর আকাশের তারা হয়ে আমাদের পথ দেখাচ্ছেন। জীবনের নিয়মে প্রত্যেককেই চলে যেতে হয়। তিনি তার শেকর বরিশালকে কখনই ভোলেননি। বরিশালবাসীর দৃঢ় নির্ভরতার প্রতীক ছিলেন তিনি।  

গোলাম সারওয়ার নামক বাতিঘর দেশ থেকে দেশান্তরে আলো ছড়াবে অনন্তকাল। অসীম কর্ম আর অগণিত সৃষ্টির মধ্যেই তিনি মানুষের মধ্যে চিরদিন বেঁচে থাকবেন।

বাংলা‌দেশ সময়: ০৫০৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এমএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।