ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জলঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
জলঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজু (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের হাড়োয়া শিমুলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজু ওই এলাকার আলিম উদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানান, নিজ বাড়িতে ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সাজু। দ্রুত তাকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।  

অটো টেম্পু ফেডারেশনের মীরগঞ্জ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রতন বসাক জানান, ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন সাজু। রাতে ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দিতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।  

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।