ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় চরমপন্থি নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
আলমডাঙ্গায় চরমপন্থি নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার   চরমপন্থি নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা মোক্তার আলীর (৩৮) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার হারদী গ্রামের একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  

নিহত মোক্তার আলী মেহেরপুর জেলার দরবেশপুর গ্রামের আমির আলীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের কুয়াতলা মাঠের রাস্তার ধারে একটি ধান ক্ষেতে মোক্তারের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন বাংলানিউজকে জানান, নিহত মোক্তার আলী নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব-বাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা। তার বিরুদ্ধে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ এক ডজন মামলা রয়েছে। নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে মোক্তার খুন হতে পারেন বলে ধারণা পুলিশের।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।