ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে ১৪ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
শিবচরে ১৪ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন ভিত্তি প্রস্তর স্থাপন

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে ৭টি সেতুসহ ১৪টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর ই আলম চৌধুরী এমপি।

শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।

এদিন কাঁঠালবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন, চরচান্দ্রা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন, কাঁঠালবাড়ী সিনিয়র আলিম মাদ্রাসার নতুন ভবন, সরকারি বরহামগঞ্জ কলেজের নতুন ভবন, উৎরাইল মহিলা দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তরসহ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী।

 

এছাড়া শিবচর হাতির বাগান মাঠের নবনির্মিত মিনি স্টেডিয়ামের গ্যালারি, দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের এফডব্লিউসি নতুন ভবন, শিবচর-বাবলাতলা সড়কের চারটি সেতুসহ মোট সাতটি সেতুর উদ্বোধনসহ প্রায় ১০২ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খাঁ নদীর উপর দত্তপাড়া-শিরুয়াইল ইউনিয়নে ‘লিটন চৌধুরী’ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান,  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খানসহ এলজিইডি’র একাধিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।