ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শ্বশুরবাড়ির দাওয়াতেই হলো শেষ দাওয়াত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
শ্বশুরবাড়ির দাওয়াতেই হলো শেষ দাওয়াত ইউনুছ আলী ও শিশু মনির

পঞ্চগড়: বিয়ের মাত্র এক মাস সাতদিন। শ্বশুর বাড়িতে বিয়ের দাওয়াত খেয়ে বাড়িতে রওনার হওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ইউনুছ আলী (২৮) নামে এক ব্যবসায়ী।

ইউনুছ তেঁতুলিয়া উপজেলার গড়িয়াগছ গ্রামে শফিকুল ইসলামের ছেলে।  

জানা যায়, দুই ভাই ও এক বোনের মধ্যে ইউনুছ দ্বিতীয়।

বাবা অসুস্থ, বড় ভাই প্রতিবন্ধী তাই পরিবারের একমাত্র ভরসা ছিলেন তিনি।

শুক্রবার (২৬ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ১০ মাইল বাজারের কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শরীর থেকে মাথা আলাদা হয়ে যায় ইউনুছের। মারা যায় তার সঙ্গে থাকা প্রতিবন্ধী বড় ভাইয়ের ছেলে মনিরও (০৬)।

ছেলেহারা বাবা শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ছেলেটির নতুন বিয়ে হয়েছিল। শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিল। এই ছেলেই ছিলো আমাদের একমাত্র ভরসা। এখন আমরা কি করবো, আমি এই দুর্ঘটনার সঠিক বিচার চাই।

তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহিন বাংলানিউজকে জানান, এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বেশিরভাগ নিহত হয়েছে তেঁতুলিয়া উপজেলার বাসিন্দা। ঘটনা শোনার পর আমি দ্রুত ঘটনাস্থলে যায়। অদক্ষ চালক এবং ওভারলোড নিয়ে বেপরোয়া যান চলাচলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা চাই প্রশাসন এই দুর্ঘটনার সুষ্ঠ তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে কঠিনতম সাজা দেয়।  

তিনি আরো জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক নিহতদের পরিবার প্রতি ২০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।