ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮

টাঙ্গাইল: টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ডের সোনিয়া ক্লিনিকের নতুন ১০তলা একটি ভবন থেকে পড়ে মান্নান মন্ডল (৩৬) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মান্নান কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামের রফেল মন্ডলের ছেলে।

 

দুর্ঘটনার পর ক্লিনিক মালিকপক্ষ দীর্ঘ সময় বেঠক শেষে রাত সাড়ে ৭টার দিকে মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সোনিয়া ক্লিনিকের মালিক পাশেই একটি ক্লিনিকের জন্য ১০তলা ভবনে শ্রমিকরা কাজ করছিলেন মান্নান। এসময় হঠাৎ করে ভবনের আটতলা থেকে ওই শ্রমিক নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক সোনিয়া ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলীম মাহমুদ বাংলানিউজকে বলেন, নিহতের স্ত্রীকে ক্লিনিকে একটি চাকরি ও তার দুই মেয়ের ভরন-পোষণের দায়িত্ব নেওয়ায় নিহতের পরিবার মামলা করেননি।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।