ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজারহাটে নকল স্বর্ণের মূর্তিসহ আটক ৪ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
রাজারহাটে নকল স্বর্ণের মূর্তিসহ আটক ৪  মূর্তিসহ আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে শনিবার রাত ৮ টায় নকল স্বর্ণের একটি গণেশ মূর্তিসহ চার প্রতারককে আটক করেছে স্হানীয়রা।

রাজারহাটে নকল স্বর্ণের মূর্তিসহ আটক চার জন হলেন দিনাজপুর শিমুলতলা, গড়েপাড় এলাকার আবুল কাশেমের ছেলে মনিরুজ্জামান(৩৮), দিনাজপুর চিরিরবন্দর থানার দক্ষিণ পলাশবাড়ি এলাকার আবুল কাদের (৫৫) ও ২ জন ক্রেতা লালমনিরহাট জেলার পঞ্জগ্রাম সেনপাড়া এলাকার সুধাংশু সরকার(৩৬) এবং একই এলাকার ওমর ফারুক।

স্হানীয় সুত্রে জানা যায়, ২৭ অক্টোবর (শনিবার) সন্ধ্যা ৭টায় রাজারহাট শান্তিনগর এলাকায় আফজালের চায়ের দোকানে আলোচনার সময়, স্হানীয়রা টের পেয়ে বিক্রেতার ব্যাগ থেকে একটি নকল স্বর্ণের গণেশ মূর্তি উদ্ধার করে।

মূর্তি কেনা বেচার সঙ্গে জড়িত চার জনকে আটক করে স্হানীয়রা রাজারহাট থানায় সোর্পদ করেন।  

রাতেই রাজারহাট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ০৪১৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।