ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

হারবাং শাক্যমুনি বৌদ্ধ বিহারের রাজিন্দা মহাথেরো আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
হারবাং শাক্যমুনি বৌদ্ধ বিহারের রাজিন্দা মহাথেরো আর নেই

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ার হারবাং শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও বৌদ্ধ ধর্মীয় গুরু উ. রাজিন্দা মহাথেরো পরলোক গমন করেছেন। 

রোববার (২৮ অক্টোবর) ভোর ৪টা ২০ মিনিটে বৌদ্ধ বিহারেই এ বৌদ্ধ ভিক্ষুর জীবনাবসান হয়। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

রাজিন্দা মহাথেরো দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।  

রাজিন্দা মহাথেরো চকরিয়া বারবাকিয়া ইউনিয়নের রাখাইন পাড়ার মৃত থোয়ে অংগ্য ও অংচিং রাখাইনের ছেলে।  

শাক্যমুনি বৌদ্ধ বিহারের দায়ক ও চলচিত্র পরিচালক অং রাখাইন বাংলানিউজকে জানান, হারবাংসহ আশপাশের রাখাইন ও বৌদ্ধ সম্প্রদায়ের কাছে খুবই শ্রদ্ধাবান এবং পূজনীয় ভিক্ষু ছিলেন রাজিন্দা মহাথেরো। এ ধর্মীয় গুরুর মৃত্যুতে হারবাংসহ জেলার বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।  

আগামী কয়েক দিনের মধ্যে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে ভান্তের পেটিকাবদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হবে।  

এ বৌদ্ধ ধর্মীয় গুরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি রামু কেন্দ্রীয় মহা সীমা বিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু, সাধারণ সম্পাদক অমরবিন্দু বড়ুয়াসহ সংগঠনটির নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।