ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

তরিক্বত কনফারেন্স সফল করতে চলছে চূড়ান্ত প্রস্তুতি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
তরিক্বত কনফারেন্স সফল করতে চলছে চূড়ান্ত প্রস্তুতি ...

চট্টগ্রাম নগরীর বায়েজীদ কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরিফ কমপ্লেক্স ময়দানে আগামী সোমবার (২৯ অক্টোবর) ‘তরিক্বত কনফারেন্স’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কনফারেন্সের সার্বিক উদ্যোগে রয়েছে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ।

কনফারেন্স সফল করতে সমন্বয় পরিষদের প্রত্যেক সদস্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। তারা এলাকার পথ-ঘাট এবং অলি-গলিতে পোস্টারিং, ব্যানার-বিলবোর্ড, প্লে-কার্ড ও চিকা লাগানোর মাধ্যমে প্রচারণার কাজ সম্পন্ন করেছে।

এছাড়াও আশপাশের এলাকাগুলোতে গণসংযোগ পাশাপাশি বিভিন্ন মসজিদে লিফলেট বিতরণ করেছে। অন্যদিকে শনিবার সকাল ১০টা থেকে নগরীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল র‌্যালি করা হয়েছে।

কনফারেন্সে যোগ দিতে চট্টগ্রাম, ঢাকা, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে সফরসূচি চূড়ান্ত করা হয়েছে।

কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসুল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী। সভাপতিত্ব করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এমএমইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।