ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কর্মবিরতি না মেনে রাস্তায় নামায়...

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
কর্মবিরতি না মেনে রাস্তায় নামায়... চালকের কাছে চাঁদা দাবি করছে এক শ্রমিক। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ৪৮ ঘণ্টা ধর্মঘট না মেনে রাস্তায় নামা মাইক্রোবাস ও প্রাইভেটকার চালকদের লাইসেন্স ছিনিয়ে নিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে শ্রমিকদের বিরুদ্ধে। 

মহাসড়কে শ্রমিকদের পিকেটিংয়ের ভয়ে এসব প্রাইভেট পরিবহনগুলো আঞ্চলিক সড়ক দিয়ে চালানোর পরেও হয়রানির শিকার হচ্ছেন তারা।  

রোববার (২৮ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের কাঠেরপুল এলাকায় এমন চাঁদাবাজির অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 

ওমান প্রবাসী এনামুল হক বগুড়া জেলার কাহালুর বাসিন্দা। আজই ঢাকা বিমানবন্দর থেকে প্রাইভেটকারে করে বাড়িতে যাচ্ছিলেন। তার সঙ্গে রয়েছেন আরও তিনজন।

এনামুল বলেন, কাঠের পুল এলাকায় আসার পর তাদের গাড়িটি থামিয়ে চালকের লাইসেন্স ছিনিয়ে নেন শ্রমিকরা। এ সময় তারা এক হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় গাড়িটিকে আটকে রেখেছেন।  

স্থানীয়রা জানান, সকাল থেকেই এমন কর্মকাণ্ড করছেন শ্রমিকরা। গাড়ি আটকে, লাইসেন্স ছিনিয়ে নেওয়ার পর টাকার বিনিময়ে সেগুলো ফিরিয়ে দেওয়া হচ্ছে।  

আলাউদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, সকালে তার ভাই আলম টয়েটা গাড়িতে যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। তারা কাঠের পুল এলাকায় এলে শ্রমিকদের বাধার মুখে পড়েন। এ সময় কয়েকজন শ্রমিক ১৭শ’ টাকার বিনিময়ে গাড়িটি ছেড়ে দেন। এদিকে খবর শোনার পর সাংবাদিকরা এলে ওইসব শ্রমিকরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।  

এ বিষয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার বাংলানিউজকে বলেন, ধর্মঘট না মেনে রাস্তায় গাড়ি বের করলে লাইসেন্স সিজ করার অনুমতি রয়েছে। তবে কোনো প্রকার চাঁদাবাজি চলবে না। কেউ যদি চাঁদাবাজি করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।