ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে সুরমা নদী থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
সিলেটে সুরমা নদী থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সিলেট: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সুরমা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার সদরের চৌঘরি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে ওই এলাকায় সুরমা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বাংলানিউজকে বলেন, নিহতের বয়স আনুমানিক ৪০ বছর হবে। ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহটি নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা।  

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলি বলেন, মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।