ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পরিবহন ধর্মঘটে মুমূর্ষু রোগীদেরও পথে পথে বাধা

আবাদুজ্জামান শিমুল, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
পরিবহন ধর্মঘটে মুমূর্ষু রোগীদেরও পথে পথে বাধা এমন বৃদ্ধ রোগীকেও সম্মুখীন হতে হয় সীমাহীন দুর্ভোগের/ছবি: বাংলানিউজ

ঢাকা: পরিবহন শ্রমিকদের কর্মবিরতির ফলে সীমাহীন দুর্ভোগে পড়ছেন রোগীরা। ছাড় দেওয়া হচ্ছে না অ্যাম্বুলেন্সও। পথে পথে সম্মুখীন হচ্ছে বাধার। এতে ক্যানসারের মতো সিরিয়াস রোগাক্রান্তরাও ছাড় পাচ্ছে না।

রোববার (২৮ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সরেজমিনে এ চিত্র দেখা যায়।

কুমিল্লার গৌরীপুর থেকে বার্ধক্যজনিত কারণে অসুস্থ মোতালেব ভূঁইয়াকে (৭০) অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসে তার সন্তানরা।

তার ছেলে শহিদ মিয়া বাংলানিউজকে বলেন, রাস্তায় শ্রমিকদের বাধার কারণে অনেক দেরি হয়েছে বাবাকে হাসপাতালে আনতে। দোয়া করবেন, বাবার অবস্থা খুবই খারাপ।

পরিবহন সংকটের কারণে বাড়তি চাপ পড়েছে অ্যাম্বুলেন্সের উপর। কোনো কোনো সময় এক ঘণ্টার পথ পেরুতে লেগে যাচ্ছে তিন ঘণ্টা। এতে চরম বিপাকে পড়তে হচ্ছে মুমূর্ষ রোগীদের। যানবাহন ও অ্যাম্বুলেন্স না পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগীদের বাসায় নেওয়া হচ্ছে সিএনজি অটোরিকশায় করে।  

অ্যাম্বুলেন্স চালক শাহাবুদ্দিন বলেন, হাসপাতালে আনার সময় রাস্তায় কয়েক জায়গায় বাধার সম্মুখীন হতে হয়েছে। যেমন মদনপুর, চিটাগাং রোড, শনির আখড়ায় বাধার সম্মুখীন হয়েছি শ্রমিকদের। এ কারণে ৪০ মিনিটের রাস্তায় রোগী নিয়ে হাসপাতালে পৌঁছাতে আমার তিন ঘণ্টা লেগেছে।

যাত্রাবাড়ী ধুলপুরের বাসিন্দা আলামিন (১৮) ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল দীর্ঘদিন। রোগীর স্বজনরা তাদের ইচ্ছায় হাসপাতাল থেকে সিএনজি অটোরিকশায় করে আলামিনকে নিয়ে দুপুরের দিকে ধলপুরের বাসায় যান। যাওয়ার আগে হাসপাতাল চত্বরে গাড়ির জন্য একটি ট্রলিতে এক ঘণ্টা শুয়ে ছিল আলামিন।  

ঢাকা মেডিকেল চারপাশে থাকা বেসরকারি অ্যাম্বুলেন্সের এক চালক অলিউল্লাহ জানান, শ্রমিকদের কর্মবিরতির কারণে রোগীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে না। মালিকদের কড়া নির্দেশ রয়েছে বেশি ভাড়া না নেওয়ার জন্য।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।