ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল চালালে হেলমেট ব্যবহার করতেই হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
মোটরসাইকেল চালালে হেলমেট ব্যবহার করতেই হবে সভায় বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ। ছবি: বাংলানিউজ

রংপুর:  নিরাপদ সড়ক বাস্তবায়নে ‘নো হেলমেট, নো পেট্রোল’ ধারণা চালু করা রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুর রহমান সাইফ বলেছেন, সড়কে মোটরসাইকেল চালালে হেলমেট ব্যবহার করতে হবে।

রোববার (২৮ অক্টোবর) রংপুর কোতোয়ালি থানা আয়োজিত লাহিড়ীরহাটে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ ও নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাইফুর রহমান সাইফ বলেন, হেলমেট ছাড়া মোটরসাইকেলে চলাচল করা যাবে না।

পাম্প গুলোতে হেলমেট ছাড়া পেট্রোল দেওয়া নিষেধজ্ঞা রয়েছে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ ও নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষ্যে পুলিশ কাজ করছে।  

তিনি বলেন, যারা জনগণের সম্পদ ও জীবনের নিরাপত্তার ক্ষেত্রে বাধা এবং যারা আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।  

সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং রংপুর বিভাগীয় ও জেলা সদস্য সচিব সুশান্ত ভৌমিক।  

ওসি আজিজুল বলেন, পুলিশের একার পক্ষে অপরাধ দমন করা সম্ভব নয়। এখন আইনের শাসন আপনাদের দোর গোড়ায়। তাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।  

তিনি বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই মাদকের ভয়াল থাবা থেকে বর্তমান যুব ও তরুণ সমাজকে রক্ষা করতে হবে।

মমিনপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক এসএম সাব্বির আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, রংপুরের ট্রাফিক ইন্সপেক্টর ফিরোজ মাহমুদ, কমিউনিটি পুলিশিং রংপুর সদর উপজেলা কমিটির সভাপতি কৃষিবিদ আব্দুল ওয়াব মিয়া, চন্দনপাট ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান, মমিনপুরের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম চৌধুরী, হরিদেবপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।  

এ সময় প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

এর আগে লাহিড়ীরহাট এলাকায় পুলিশ ও জনতার সমন্বয়ে র‌্যালি বের করা হয়। যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রংপুরের বদরগঞ্জ সড়কে মোটরসাইকেল চালকদের সচেতন করতে হেলমেট ব্যবহারকারী চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।