ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-মস্কো সহযোগিতা বাড়াতে ঐক্যমত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
ঢাকা-মস্কো সহযোগিতা বাড়াতে ঐক্যমত বাংলাদেশ-রাশিয়ার পতাকা

ঢাকা: বাংলাদেশ-রাশিয়ার আন্তঃসরকার কমিশনের প্রথম বৈঠকে দু’দেশের মধ্যে সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত বিষয়ে উভয়পক্ষ ঐক্যমতে পৌঁছায়।

পররাষ্ট্র মমন্ত্রণালয় সূত্র জানায়, ২২-২৪ অক্টোবর মস্কোতে আন্তঃসরকার কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব কাজী শফিকুল আযমের নেতৃত্বে বাংলাদেশ সরকারি প্রতিনিধি দলে বাণিজ্য, পররাষ্ট্র, কৃষি, আইসিটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা যোগ দেন।

বৈঠকে  দু'দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যথা দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধি, ব্যাংকিং লেনদেন, তথ্য-প্রযুক্তির দক্ষতা বৃদ্ধি ও উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা, সামুদ্রিক মৎস্য আহরণ ও পারস্পরিক বৈদেশিক বিনিয়োগ সুবিধার বিভিন্ন খুঁটিনাটি দিক আলোচনা হয়।

বাংলাদশে সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮ 
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।