ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মুরাদনগরে বিদ্যুস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
মুরাদনগরে বিদ্যুস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত দুই শ্রমিক। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ অক্টোবর) দুপুরের দিকে ইউনিয়নের পায়ব গ্রামে এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (১৯) ও রানীমুহুরি গ্রামের নজরুল ইসলামের ছেলে রিয়াজ (১৯)।

স্থানীয়রা জানায়, পায়ব গ্রামের বখতার বাড়ির শরিফুল ইসলামের বাড়ির নির্মাণাধীন দ্বিতীয় তলা ভবনের উপর দিয়ে যাওয়া ৩৩ কেভি সঞ্চালন লাইনে প্লাস্টিকের পাইপ লাগাতে গিয়ে মেহেদী বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার সঙ্গে থাকা রিয়াজ তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে নিহত ওই দুই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।