ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কর্মবিরতি চলবে: শ্রমিক ফেডারেশনের সম্পাদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
কর্মবিরতি চলবে: শ্রমিক ফেডারেশনের সম্পাদক কর্মবিরতিতে যান চলাচল বন্ধ রেখেছে শ্রমিক সংগঠনগুলো। ছবি: শাকিল/বাংলানিউজ

ঢাকা: সরকারের পক্ষ থেকে কোনো আলোচনার জন্য ডাকা হয়নি বলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক উছমান আলী। 

তিনি বলেছেন, কর্মবিরতির ১৪ ঘণ্টা অতিবাহিত হয়েছে। অথচ সরকারের পক্ষ থেকে আমাদের ডাকা হয়নি।

কেউ আমাদের সঙ্গে বসে (আলোচনা) নাই। তাই আমাদের ৪৮ ঘণ্টাই কর্মসূচি চলবে।  
 
রোববার (২৮ অক্টোবর) সন্ধায় বাংলানিউজকে এমনটাই বললেন উছমান আলী।  

এর আগে বিকেলে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আগে আইন পরিবর্তন করে শ্রমিকদের দাবি মেনে নেওয়া সম্ভব নয়।  
 
এ বিষয়ে শ্রমিক নেতা উছমান আলী বলেন, কর্মবিরতি আমরা হঠাৎ করে ডাক দিয়েছি বিষয়টি এমন নয়। এর আগে সরকারকে নোটিশ দিয়েছি। এটা আমাদের দীর্ঘদিনের দাবি। কিন্তু তা মানা হচ্ছে না।  
 
‘আমরা তো আইন বাতিল চাই না। আইনের কিছু বিষয় সংশোধন চাই। ’
 
 এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার আমাদের সঙ্গে আলোচনা করেছে এক আর আইন করেছে ভিন্ন। আমাদের কথা সরকার অর্ধেক মেনেছে অর্ধেক মানেনি।
 
সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা পরিবর্তনের দাবিতে রোববার (২৮ অক্টোবর) সকাল ছয়টা থেকে দেশজুড়ে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। ফলে দেশজুড়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।  

এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্সেও পোড়া মবিল ও আলকাতরা দিয়ে লেপে দিচ্ছেন শ্রমিকরা। এ ঘটনায় অ্যাম্বুলেন্স আটকে রাখায় চিকিৎসার অভাবে মৌলভীবাজারে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  
 
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এমআইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।