ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে হোটেল ম্যানেজারের ধর্ষণের শিকার নারী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
পার্বতীপুরে হোটেল ম্যানেজারের ধর্ষণের শিকার নারী হোটেলটি সিল করে দিচ্ছে পুলিশ। ছবি: বাংলানিউজ

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর শহরের একটি আবাসিক হোটেলে এক নারী (৩০) গণধর্ষণের শিকার হয়েছেন।

এ ঘটনার সঙ্গে জড়িত হোটেল ম্যানেজার নুর ইসলামকে পুলিশ গ্রেফতার করে হোটেলটি সিল করে দিয়েছে।

রোববার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ধর্ষিতা ওই নারী পার্বতীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আটক নুর ইসলাম পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার বিশ্ম চন্দ্রপুর গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) রফিকুল ইসলাম ও পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান রাত ৯টার দিকে জানান, ধর্ষিতা ওই নারীর বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলায়। ওই নারীর মা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন। হতদরিদ্র হওয়ার মা চিকিৎসা করাতে পারছিল না। লোকমুখে শুনে ওই নারী তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে পার্বতীপুর উপজেলার পার্শ্ববর্তী রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার রাধানগরে একজন হোমিও ডাক্তারের চিকিৎসা কাছে মা’র জন্য ওষুধ নিতে আসে। ওষুধ নিয়ে তিনি শনিবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে পার্বতীপুর রেলস্টেশনে আসেন। কুড়িগ্রাম যাওয়ার ট্রেন রাত ৩টায় (রমনা ট্রেন) হওয়ায় ওই নারী তার ভাইকে নিয়ে স্টেশন সংলগ্ন পার্বতীপুর শহরের নতুন বাজারে শহীদ মিনার রোডে আবাসিক হোটেল ডিলাক্সে উঠে। রাত ১১টার দিকে হোটেল ম্যানেজার নুর ইসলাম ও মামুনুর রশিদ ওই নারীকে একটি রুমে আটকে রেখে ধর্ষণ করেন।

এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মোখলেছুর রহমান ।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।