ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা: রাজধানীর শনিআখড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় দু’জনের মৃত্যু হয়েছে। রোববার (২৮ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মহিউদ্দিন বাংলানিউজকে জানান, রাতে শনিআখড়া ব্রিজের ঢালে রক্তাক্ত অবস্থায় এক নারী ও এক পুরুষকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১১টায় অজ্ঞাতপরিচয় (৪৫) ওই ব্যক্তিকে ও রাতে ১২টার দিকে নারীকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের উদ্ধারের সময় আশ-পাশের লোকদের কাছে জানতে পেরেছি, একটি মাইক্রোবাসের ধাক্কায় তারা আহত হয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মৃত নারীর সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে জানা গেছে, তার নাম মানসুরা আক্তার। তিনি কুমিল্লার দাউদকান্দির ধলেশ্বর গ্রামের মুনিরুজ্জামনের মেয়ে। মরদেহগুলো ময়না তদন্তে জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮/আপডেট: ০১৫৪
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।