ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক পাচারকারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
দৌলতপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক পাচারকারী নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে মাদক পাচারকারীদের ‘বন্দুকযুদ্ধে’ হায়দুল ফরাজী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। 

রোববার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার জামালপুর গ্রামে ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকা কুড়িম মাঠে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। নিহত মাদক পাচারকারী জামালপুর গ্রামের হাবু ফরাজীর ছেলে।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ খান বাংলানিউজকে জানান, রোববার দিবাগত সাড়ে তিনটার দিকে ১০-১৫ জনের একদল মাদক চোরাকারকারী ভারত থেকে মাদক নিয়ে ১৫২ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় জয়পুর বিজিবি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে বিজিবিকে লক্ষ্য করে মাদক চোরাচানালীরা পর পর ৩ রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা ৭ রাউন্ড গুলি চালালে প্রায় ২০ মিনিট ধরে চলা গুলি বিনিময়ের একপর্যায়ে এক মাদক পাচারকারী গুলিবিদ্ধ হয়ে মারা যায়।  

পরে ঘটনাস্থলে পুলিশ ও এলাকাবাসী গিয়ে নিহত মাদক পাচারকারীকে হায়দুল ফরাজী বলে চিহ্নিত করে।  

ঘটনাস্থল থেকে একটি এলজি, ৫ রাউন্ড বন্দুকের গুলি, ৮ প্যাকেট গাঁজা ও বেশ কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।  

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন বলেন,  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।