ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নিয়ামতপুরের ঘড়িবাড়ি বাজারের নৈশপ্রহরী খুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
নিয়ামতপুরের ঘড়িবাড়ি বাজারের নৈশপ্রহরী খুন

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলার ঘড়িবাড়ি বাজারের নৈশপ্রহরী মো. আনছারুল (৫২) খুন হয়েছেন। 

সোমবার (২৯ অক্টোবর) ভোরে ঘড়িবাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আনছারুলের বাড়ি উপজেলার সাদাপুর গ্রামে।

 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘড়িবাড়ি বাজারে দীর্ঘদিন ধরে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করে আসছিলেন আনছারুল। প্রতিদিনের মতো রোববার রাতেও দায়িত্ব পালন করতে বাড়ি থেকে বাজারে যান তিনি। ভোরে স্থানীয়রা বিদ্যালয় মাঠের পাশে তার মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।  এ ব্যাপারে পরিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।  

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।