ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ওয়ারেন্টভুক্ত নয় আসামি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
বেনাপোলে ওয়ারেন্টভুক্ত নয় আসামি গ্রেফতার বেনাপোলে ওয়ারেন্টভুক্ত নয় আসামি গ্রেফতার-ছবি-বাংলানিউজ

বেনাপোল (যশোর): বন্দরনগরী বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকা থেকে মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত নয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বাড়ি বেনাপোল পোর্টথানার বিভিন্ন গ্রামে।

পুলিশ জানায়, আটকেরা এতদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। গোপন খবর আসে বেনাপোল সীমান্তে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসামিরা অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।  

বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) তাইজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, তাদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৮
এজেডএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।