ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মেয়েশিশুদের লেখাপড়ায় বিভিন্ন সহায়তা অব্যাহত রাখতে হবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
মেয়েশিশুদের লেখাপড়ায় বিভিন্ন সহায়তা অব্যাহত রাখতে হবে আন্তর্জাতিক শিশুকন্যা দিবস- ২০১৮। ছবি: সংগৃহীত

ঢাকা: ‘কন্যাশিশুকে প্রাণনা: দক্ষ কন্যাশক্তি’ শীর্ষক অভিজ্ঞতা ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, মেয়েশিশুদের বৃহৎ পরিসরে অংশগ্রহণে উদ্বুদ্ধ করে এবং তাদের লেখাপড়া অব্যাহত রাখার ক্ষেত্রে বিভিন্ন অংশীজনের অবদান চলমান রাখতে হবে।

সম্প্রতি বাংলা একাডেমি আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘রুম টু রিড বাংলাদেশ’ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত অভিজ্ঞতা ও মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

বেসরকারি সংস্থা ‘রুম টু রিড বাংলাদেশ’ শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করছেন।

এ বছর সংস্থাটির সহায়তা প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পাসের হার ছিল প্রায় ৯৪ শতাংশ যেখানে জাতীয় পাসের হার ৬৭ শতাংশ। বর্তমানে সংস্থাটি ঢাকা, নাটোর, সিরাজগঞ্জ ও কক্সবাজারে কাজ করছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতের মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ শামছুল হুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলাবিষয়ক অধিদফতরের মহাপরিচালক কাজী রওশন আক্তার, রুম টু রিড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার ও প্রোগ্রাম অপারেশন ডিরেক্টর বদরুজ্জমান খান বাদল।

সভায় ঢাকার ১৩টি বিদ্যালয়ের ৬৫০ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ নাটোর ও সিরাজগঞ্জ জেলার মেয়েশিশুদের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।