ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ভোলা: ভোলার চরফ্যাশনে ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলামিন (১৮) নামে এক অটোযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (২৯ অক্টোবর) দুপুরে চরফ্যাশন-শশীভূষণ সড়কের লেতরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলামিন চরফ্যাশন পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামসুল হকের ছেলে।

শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে চরফ্যাশন থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা শশীভূষণের দিকে যাচ্ছিল। এ সময় ওই সড়কের লেতরা বাজার এলাকায় পৌঁছলে একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলামিনসহ ছয় অটোযাত্রী আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেওয়ার পথে আলামিন মারা যান। বাকিদের মধ্যে দু’জনকে চরফ্যাশন ও তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম)  হাসপাতালের ভর্তি করা হয়েছে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত করছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।