ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
বরগুনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম আহত ইউপি সদস্য শফিকুল ইসলাম পনু। ছবি-বাংলানিউজ

বরগুনা: বরগুনা সদর উপজেলার পাঁচ নম্বর আয়লাপাতাকাটা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য শফিকুল ইসলাম পনুকে কুপিয়ে গুরুতর জখম করেছেন প্রতিপক্ষের লোকজন।

সোমবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় আয়লা বাজারে এ ঘটনা ঘটে। আহত শফিকুল ওই ইউনিয়নের পাকুরগাছিয়া গ্রামের মোসলেম আলী মাস্টারের ছেলে।

স্থানীয়রা জানান, ইউপি সদস্য শফিকুল সকালে আয়লা বাজারে যান। এসময় পূর্ব শত্রুতার জের ধরে তার প্রতিবেশী কুদ্দুস খান, মন্নান খান, ইউনুস খান, স্বপন খান, মালেক খানসহ ১০-১২ জন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। এতে তার ডান পায়ের হাঁটুর ওপরে গভীর ক্ষতসহ দেহের বিভিন্ন স্থানে কমপক্ষে ১০-১২টি কোপের চিহৃ রয়েছে। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতাল নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।  

স্থানীয় আকাইদ হোসেন জানান, এ ঘটনার সাতদিন আগে পাকুরগাছিয়া গ্রামের শানু খানের ছেলে সুমনকে দুর্বৃত্তরা পিটিয়ে পা ভেঙ্গে দেয়। সেই ঘটনার জের ধরে হয়তো শফিকুলকে কুপিয়েছেন প্রতিপক্ষের লোকজন।

সন্ধ্যায় বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জামান বাংলানিউজকে জানান, এখনও এ ঘটনায় মামলা হয়নি। কেউ মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।