ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক শিক্ষা সচিব এন আই খানের মায়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
সাবেক শিক্ষা সচিব এন আই খানের মায়ের মৃত্যু

যশোর: সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম (এন আই) খানের মা আয়েশা খান (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৯ অক্টোবর) দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র এবং এক কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বাদ এশা মরহুমের জানাজা শেষে যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সাবেক শিক্ষা সচিব, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব-১ এবং বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খানের মায়ের মৃত্যুর সংবাদে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সমাজের সর্বস্তরের মানুষ শোক-সমবেদনা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।