ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সংসদ ভবনের মূল নকশা দেখলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
সংসদ ভবনের মূল নকশা দেখলেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনের মূল নকশা দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবন থেকে: মার্কিন স্থপতি লুই আই কানের আঁকা জাতীয় সংসদ ভবনের মূল নকশা পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৯ অক্টোবর) দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশনের শেষ কর্ম দিবসে মাগরিব নামাজের বিরতির সময় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীর সামনে মূল নকশা উপস্থাপন করা হয়।

এসময় তিনি নকশা সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া ইউনির্ভাসিটির মহাফেজখানা (আর্কাইভ) থেকে পাঠানো নকশাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তুলে ধরেন স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির। এসময় তিনি ভবনের স্থাপত্য সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এসময় প্রধানমন্ত্রী নকশা ও স্থাপনা নির্মাণের বিভিন্ন দিক সম্পর্কে স্থপতি গোলাম নাসিরে কাছে জানতে চান। এসময় তিনি নকশা ও স্থাপনা নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, হুইপ ইকবালুর রহিম, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার, গৃহায়ন ও গণপূর্ত সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমুখ।

এর আগে ২০১৬ সালে ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া ইউনির্ভাসিটির মহাফেজখানা (আর্কাইভ) থেকে  পাঠানো নকশাগুলো হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। যুক্তরাষ্ট্র থেকে ৪১টি বাক্সে করে নকশাগুলো আনা হয়।

লুই আই কানের নকশা ভেঙে সংসদ ভবন এলাকায় বেশ কয়েকটি স্থাপনা বিভিন্ন সময়ে নির্মিত হয়। মূল নকশা পাওয়ার পর সেগুলো সরানো হবে বলে এর আগে জানিয়েছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।  

২০১৪ সালে সংসদ ভবনের স্থপতি লুই কানের প্রতিষ্ঠানের কাছ থেকে সংসদ ভবনের মূল নকশা আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর লুই কানের প্রতিষ্ঠান ডেভিড অ্যান্ড উইজডম-এর সঙ্গে যোগাযোগ শুরু করে স্থাপত্য অধিদফতর। নকশাগুলো পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির আর্কিটেকচারাল আর্কাইভে থাকায় সরকারের পক্ষ থেকে সেখানেও যোগাযোগ করা হয়।

১৯৬১ সালে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি আইয়ুব খানের আমলে বর্তমান সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয়। সে সময় স্থপতি মাজহারুল ইসলামকে এ ভবনের স্থপতি নিয়োগ করা হয়। তার প্রস্তাবেই লুই কান এই প্রকল্পের প্রধান স্থপতি হিসেবে নিয়োগ পান। ১৯৮২ সালের ২৮ জানুয়ারি দৃষ্টিনন্দন এ স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মুক্তিযুদ্ধ পরবর্তীতে লুই আই কান কয়েকবার বাংলাদেশে কাজের জন্য আসেন। কিন্তু শেষ পর্যন্ত মূল নকশা সংশ্লিষ্ট কিছু ‘প্ল্যান’ তিনি হস্তান্তর করতে পারেননি। পরে এ নিয়ে কোনো সরকার আগ্রহ দেখায়নি।  

২০১৩ সালের ২ জুন সংসদ কমিশনের বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবন সংরক্ষণে মূল নকশার সঙ্গে সাংঘর্ষিক হয় এমন কিছু নির্মাণ না করার বিষয়ে মত দেন।
 
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এসএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।