ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পরিবহন ধর্মঘট, বাবার কোলেই নবজাতকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
পরিবহন ধর্মঘট, বাবার কোলেই নবজাতকের মৃত্যু

সুনামগঞ্জ: পরিবহন ধর্মঘটের কারণে যানবাহনের অভাবে নিউমোনিয়ায় আক্রান্ত তিন দিনের একটি নবজাতকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নবজাতাকটি গনিগঞ্জ গ্রামের মইনুল ইসলামের ছেলে।

জানা যায়, পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ গ্রামের মইনুল ইসলামের তিন দিন আগে এক পুত্র সন্তানের জন্ম হয়। জন্মের পরপরই নবজাতাকটি অসুস্থ হয়ে পড়ে। দুপুরের দিকে মইনুল হক তার নবজাতকে নিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য রওনা হন। তিনি গনিগঞ্জ বাজারে এসে সিএনজি, অটোরিকশা পেলেও ধর্মঘটের অজুহাতে পরিবহন শ্রমিকরা তাদের হাসপাতালে যেতে বাধা দেয়। এসময় অসুস্থ নবজাতককে দেখিয়ে হাসপাতালে যাওয়ার কথা বললেও পরিবহন শ্রমিকরা তাকে কোনো পাত্তা না দিয়ে উল্টে মইনুলকে গালিগালাজ করেন এবং গাড়ি ভাঙচুরের হুমকি দেয়। পরে বাবার কোলেই নবজাতকটি মারা যায়।

মইনুল ইসলাম অভিযোগ করে বাংলানিউজকে বলেন, অসুস্থ সন্তানকে দেখিয়ে অনেক অনুরোধ করার পরও পরিবহন শ্রমিকদের মন গলেনি।

পাথারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য কয়ছর আহমদ বাংলানিউজকে বলেন, নবজাতকটিকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যেতে পারলে হয়তো সে বেঁচে যেতো। বিষয়টি খুবই দুঃখজনক।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।