ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সুধীর কুমার চৌধুরীর শ্রাদ্ধোত্তর অনুষ্ঠান ৩ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
সুধীর কুমার চৌধুরীর শ্রাদ্ধোত্তর অনুষ্ঠান ৩ নভেম্বর

ঢাকা: বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অশোক চৌধুরীর বাবা, চট্টগ্রামের গোলপাহাড় কালীমন্দির পরিচালনা পর্ষদের সদস্য সুধীর কুমার চৌধুরীর শ্রাদ্ধোত্তর অনুষ্ঠান সম্পন্ন হবে আগামী ৩ নভেম্বর (শনিবার)।

চট্টগ্রামের জামালখান এসএস খালেদ রোডের রীমা কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রয়াতের আত্মার সদ্গতি ও চিরশান্তি কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্বজন-শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানিয়েছেন সুধীর কুমার চৌধুরীর পত্নী সাধনা চৌধুরী।

গত ১৯ অক্টোবর ভোরে ৮৫ বছর বয়সে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের নিজ বাসায় পরলোকগমন করেন সুধীর কুমার চৌধুরী। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। ১৯ অক্টোবর বিকেলেই পটিয়ার কচুয়াই ইউনিয়নে তার শেষকৃত্য সম্পন্ন হয়।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।