ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাসের চাপায় শাহেনা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের লাটিমী রাস্তার মাথায় এ দুঘর্টনা ঘটে।

নিহত মৃত শাহেনা উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, ওই পারাপারের সময় ঢাকাগামী একটি মাইক্রোবাস শাহেনাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় ঘাতক মাইক্রোবাসটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।