ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় মাংস বিক্রেতাকে কুপিয়ে হত্যা, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
বগুড়ায় মাংস বিক্রেতাকে কুপিয়ে হত্যা, আটক ১

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সালজার রহমান (৫৫) নামের এক মাংস বিক্রেতা কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদিল (৩২) নামে আরেক মাংস বিক্রেতা আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

নিহত সালজার রহমান উপজেলার মোকামতলা গাংনগর পোড়ানগরী এলাকার মৃত বাজি মোল্লার ছেলে। আটক আদিল গাংনগর কারিগরপাড়ার বাসিন্দা।

মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার গাংনগর কারিগরপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, সকালে পাওনা টাকার জন্য অভিযুক্ত আদিলের বাড়িতে যান মাংস বিক্রেতা সালজার রহমান। এসময় সালজার পাওনা টাকা চাইলে আদিল তা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আদিল তার মাংস কাটার দা দিয়ে সালজারের মাথায় ও গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই সালজারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত আদিলকে আটকের পর গণধোলাই পুলিশে খরব দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা তাকে পুলিশের হাতে সোপর্দ করেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।