ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নিকলীতে ভাতিজার হাতে চাচা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
নিকলীতে ভাতিজার হাতে চাচা খুন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বাড়ি সীমানা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম শহীদ উল্লাহ (৫১)।

মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ ধারিশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে শহীদ উল্লাহর সঙ্গে তার সৎ ভাই আউশ আলীর দীর্ঘদিন ধরে বিরোধ ছিল।

এরই জের ধরে মঙ্গলবার সকালে আউশ আলীর ছেলে জিয়া রহমান তার চাচা শহীদ উল্লাহর ওপর হামলা চালায়। লাঠি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ভূঁঞা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।