ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাবু সোনা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
বাবু সোনা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু ---

রংপুর: রংপুর বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। 

মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে এ মামলায় দুজনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। একই সঙ্গে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী বুধবার (৩১ অক্টোবর) ও বৃহস্পতিবার (১ নভেম্বর) দিন নির্ধারণ করেছেন আদালত।

সাক্ষ্যগ্রহণের প্রথম দিনে মামলার বাদী নিহত বাবু সোনার ছোট ভাই সুশান্ত ভৌমিক ও আরেক ছোট ভাই বিশ্বজিৎ ভৌমিকের সাক্ষ্যগ্রহণ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এবিএম নিজামুল হক।

এতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেক এবং আসামিপক্ষে ছিলেন বসুনিয়া মো. আরিফুল ইসলাম।

এর আগে  সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ মামলার দুই আসামি নিহত বাবু সোনার স্ত্রী স্নিগ্ধা সরকার দীপা ও তার পরকীয়া প্রেমিক কামরুল ইসলামকে আদালতে হাজির করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এপি/এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।