ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ইডকলে দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
ইডকলে দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান

ঢাকা: সৌর প্যানেল স্থাপন নিয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে রাজধানীর ইডকল কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক।

সৌর প্যানেল স্থাপন নিয়ে ঘুষ ও দুর্নীতির বিভিন্ন অভিযোগ-দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) এলে দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে তিন সদস্যের একটি টিম বুধবার (৩১ অক্টোবর, ২০১৮) আকস্মিক অভিযান চালায়।

দুদক টিমের নেতৃত্ব দেন উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঁইয়া।

প্রায় চার ঘণ্টা অভিযানে দুদক টিম ইডকল কর্তৃপক্ষের কাছে কাবিটা প্রকল্পের মাধ্যমে যে সব সৌর প্যানেল স্থাপন করা হয়েছে, এগুলো হতদরিদ্র ও অনগ্রসর এলাকায় স্থাপন করা হয়েছে কিনা তা জানতে চায়।

দুদক টিম তাদের জানায়, অভিযোগ রয়েছে অনেক ক্ষেত্রেই সৌর প্যানেল দরিদ্র এলাকায় স্থাপন না করে বিত্তশালী এবং স্থানীয় প্রভাবশালীদের বাসায় ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে। এ বিষয়ে দুদক টিম ইডকোল কর্তৃপক্ষের কাছে কিছু তথ্য-উপাত্তও চেয়েছে।

এ বিষয়ে দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, দুদক অভিযোগের ভিত্তিতে স্থাপিত সৌর প্যানেলগুলো পরীক্ষা-নিরীক্ষা করবে। এক্ষেত্রে দুর্নীতির প্রমাণ পেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
আরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।