ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপির গণঅনশনে মান্না-রতন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
বিএনপির গণঅনশনে মান্না-রতন বিএনপির গণঅনশন/ছবি: শাকিল

ঢাকা: বিএনপির গণঅনশনে একাত্মতা প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১০টায় নাট্যমঞ্চের সামনে এই অনশন কর্মসূচি শুরু হয়।

দুপুরে গণঅনশনে একাত্মতা জানিয়ে মান্না বলেন, খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচনী ধান্ধা করা যাবে না।

সাত দফা দাবির ভিত্তিতে সংলাপে আলোচনা হবে। দাবি না মেনে, ফয়সালা না করে কোনো তফসিল ঘোষণা করা যাবে না।

আব্দুল মালেক রতন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আজকের সংলাপে খালেদা জিয়ার মুক্তির দাবি মেনে নিন। অন্যথায় জেলের তালা ভেঙে তাকে মুক্ত করার নজির সৃষ্টি হবে।  

অনশন কর্মসূচিতে সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আতাউর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।