ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ১৭ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
বরিশালে ১৭ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশাল জেলা প্রশাসক কার্যালয়। ছবি: বাংলানিউজ

বরিশাল: ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশালের ১৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি।

এ উপলক্ষে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সেখানে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে তিনি জেলার চারটি উপজেলার ১৪টি ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট কানেক্টিভিটি, হিজলা থানা ভবন, বাকেরগঞ্জ ও বরিশাল সদরে (দক্ষিণ) ফায়ার স্টেশন উন্নয়ন প্রকল্পসহ ১৭টি প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন।

আয়োজিত সভায় জেলা প্রশাসকের কার্যালয়ে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলালসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।